শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব। ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই উৎসব চলবে। গতকাল শুক্রবার সকাল ১০টা চারুকলা অনুষদ প্রা?ঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসব শুরু হয়। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদ জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে। শিল্পকলায় জয়নুল আবেদিনের অবদান অসামান্য। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পকলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।’ অনুষ্ঠানের আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, বিখ্যাত চিত্রশিল্পী হাসেম খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পির তৈরি শিল্পকর্ম প্রদর্শন করেন অতিথিরা। এবার জয়নুল উৎসবে অংশ নিছেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ, গ্রাফিক ডিজাইন বিভাগ, শিল্পকলা ইতিহাস বিভাগ, প্রাচ্যকলা বিভাগ, মৃৎশিল্প বিভাগ, প্রিন্টমেকিং বিভাগ কারুশিল্প বিভাগ ও ভাষ্কর্য বিভাগ। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীরা তাদের তৈরি নিজস্ব শিল্পগুলো নিয়ে হাজির হয়েছেন এবং আরো হবেন বলে জানা গেছে। উৎসবে ধাতব শিল্প, শোলা শিল্প, মাটির পুতুল শিল্প, কাঠের পুতুল শিল্প, পাখা শিল্প, নকশী কাঁথা শিল্প, পট শিল্প, গোলা শিল্প, শীতলপাটি শিল্প, শখের হাঁড়ি শিল্প, মনিপরি তাঁত শিল্প, শীতলপাটি শিল্প, সতরঞ্জি শিল্প, শঙ্খ শিল্প, মুখোশ শিল্প, বাঁশি শিল্প, হস্ত শিল্পসহ আরো অনেক শিল্প নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা।