ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শিশুরা যেন ভালো মতো লিখতে পড়তে পারে, সেদিকে জোর দিচ্ছি

গণশিক্ষা উপদেষ্টা
শিশুরা যেন ভালো মতো লিখতে পড়তে পারে, সেদিকে জোর দিচ্ছি

প্রাথমিক শিক্ষা নিয়ে শিশুরা যাতে ভালো মতো লিখতে-পড়তে পারে, সেদিকে বেশি জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমরা প্রাথমিক শিক্ষার ওপর জোর দিচ্ছি। একজন শিশু যাতে ভালো মতো লিখতে, পড়তে ও বলতে পারে।

তারা যাতে যোগ, বিয়োগ, গুণ, ভাগটা ঠিকমতো করতে পারে; সেসব বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুশিক্ষার মান যে পর্যায়ে আমরা চাই সেই পর্যায়ে এখনো পৌঁছতে পারিনি। প্রাথমিক শিক্ষায় সমস্যাটা থেকে গেলে শিশুরা হাইস্কুলেও ভালো করতে পারবে না। সেটা ভালো করার পথ বের করতে হবে। তা না হলে শিশুদের জনসম্পদে পরিণত করা যাবে না। ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুরা পরিবেশ থেকে সব কিছু গ্রহণ করে। সুন্দর স্থাপনা মনকে প্রভাবিত করে?। এ উদ্দেশে দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ চলমান। এখন ঢাকায় দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ হচ্ছে। ঢাকার বাইরে সিটি করপোরেশন ও পৌর এলাকায় পরবর্তীতে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, শিশুরা শুধু বই পড়ে শেখে তা নয়। তারা স্কুলে অন্য শিশুদের সঙ্গে মিশে স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখে শেখে। সবচেয়ে বেশি শেখে অভিভাবকদের থেকে। কারণ শিশুরা অভিভাবকদের সঙ্গে বেশি সময় থাকে। দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, ট্রেনার ও অভিভাবকদের সহযোগিতা খুবই প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন অবকাঠামো অনেক ভালো হচ্ছে। শিশুদের শিক্ষার মান ভালো হবে। আগের চেয়ে অনেক স্কুলের অবকাঠামোর পরিবর্তন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত