চট্টগ্রামে কমেছে শীতকালীন সবজির দাম। গত কয়েক সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেশ কিছু সবজির দাম পড়তির দিকে। সরেজমিনে নগরীর চকবাজার, বহদ্দারহাট, অক্সিজেন বাজার ঘুরে দেখা যায়, শাকের দামের সমান দামেই যে মিলছে বেশ কিছু সবজি। ফুলকপি, বাঁধাকপিসহ অন্তত ৭টি সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার মধ্যে। শিমের বিচি, বরবটি আর ঢ্যাঁড়স ছাড়া সব সবজির দাম কমে বিক্রি হচ্ছে ৫০ টাকার মধ্যে। এদিন অক্সিজেনসহ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পেঁয়াজ পাতা, ফুলকপি, পেঁপে ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিপিস লাউ ৩০, মুলা ২০ এবং বাঁধাকপি মিলছে কেজি ২৫ টাকায়। অন্যান্য সবজির মধ্যে শিম ও খিরা ৪০ টাকা, আলু, টমেটো ও বেগুন ৫০ টাকা, বরবটি, গাজর, কাঁচা মরিচ ও ঢ্যাঁড়স ৬০ টাকা এবং শিমের বিচি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বহদ্দারহাট কাঁচা বাজারে বাজার করতে আসা সাব্বির আহমেদ বলেন, আগে দামের কারণে সবজি কেনার আগে বারবার চিন্তা করতে হত। কিন্তু এখন দু’শরও কম টাকার সবজি কিনতে পেরেছি। এখন শীতকালীন সবজি বাজারে আসায় দাম অনেক কমেছে, শাক আর-সবজির দাম কাছাকাছি হয়ে গেছে। এদিকে সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে ২৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজিতে ২০ টাকা দাম কমেছে রসুনেরও। নগরে মসলাজাত পণ্যদুটি বিক্রি হচ্ছে ৫০ ও ২০০ টাকা কেজি দরে। নগরীতে অপরিবর্তিত রয়েছে মাছ ও গরুর মাংসের দাম।