ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক আ. ছালাম খান এর সাথে গত বৃহস্পতিবার দুপুরে সৌজন্য সাক্ষাত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সম্পাদক এসএম মিজানুর রহমান মহাপরিচালকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা মহাপরিচালকের সাফল্য ও দীর্ঘজীবন কামনা করেন। মহাপরিচালক আ. ছালাম খানের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন এ দেশে ইসলামের প্রচার প্রসারে আরো তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা মহাপরিচালক মহোদয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে অধ্যাপক এম জাকির হোসাইন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, মমিনুর রহমান, আসরার হাবিব নিপু, মো. সোহরাব হোসাইন, সাইফুল আলম রাজন, আ. হালিম, শাহজাহান আলম সাজু, মাহবুবুর রহমান এনায়েত, অধ্যক্ষ বেলাওয়াত হোসেন খান, ছাত্র সমন্বয়ক সুইটসহ প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় ইসলামিক ফাউন্ডেশন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।