ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গণপিটুনিতে ডাকাত নিহত

গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামের এক ডাকাত নিহত এবং তার সহযোগী লাভলী (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ডাকাত বিল্লালের লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আহত লাভলীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বিল্লাল হোসেন হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামের আবদুল মজিদের ছেলে। অন্যদিকে পিটুনির শিকার নারী লাভলীও একই ইউনিয়নের বাসিন্দা। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত লাভলী জানান, তিনি ডাকাতির সাথে জড়িত নন। তার দাবি, পেশায় তিনি যৌনকর্মী। ঘটনার সময় খদ্দেরের সঙ্গে ওই এলাকায় ছিলেন। লোকজনের চিৎকারে ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় লোকজন ডাকাত সন্দেহে তাকে মারধর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত