ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুই দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন

দুই দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই মাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ দুই দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এক শিক্ষার্থী। গতকাল বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেছেন তিনি। অনশনরত এই শিক্ষার্থীর নাম জিয়া উদ্দিন আয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২০-২১ সেশনের (৫০ তম ব্যাচ) শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। তার অন্য দাবিটি হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। অনশনরত শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘গণ-অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হয়নি। আমরা এরই মধ্যে জুলাইকে ভুলে যেতে শুরু করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে ও হামলায় মদদ দিয়েছে তাদের অনেকেই আমাদের মাঝে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ক্লাস- পরীক্ষাসহ সব স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করছে। প্রশাসন এব্যাপারে গত ১৭ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত