বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির দশম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মিরপুর-১২ এর পল্লবীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। সভায় সহকারী নৌবাহিনী প্রধান (এম) রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সিনেটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিনেটের চেয়ারম্যান বিদায়ী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত সিনেট সদস্যদের স্বাগত জানান। সিনেটের চেয়ারম্যান তার সিনেট বক্তৃতায় গত বছরে যেসব কার্যক্রম অনুষ্ঠিত হয় সে বিষয়ে সিনেটকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্তৃক উপস্থাপিত ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের মূল বাজেট অনুমোদিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের দশম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০২৩-জুন ২০২৪) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সম্মানিত সিনেট সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে অনুমোদিত সকল অনুষদ এবং বিভাগগুলো খোলা ও কার্যকর করার জন্য যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করার প্রতি গুরুত্বারোপ করেন। তারা অত্র বিশ্ববিদ্যালয় মেরিটাইম সেক্টরে বিশ্বমানের জনশক্তি তৈরী, নতুন জ্ঞান ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশে এবং উপমহাদেশে মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চশিক্ষায় মেরিটাইম এক্সিলেন্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সম্মানিত সিনেট সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।