ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এক বছরে ৪৪৮ নারী-শিশু নির্যাতনের শিকার

এক বছরে ৪৪৮ নারী-শিশু নির্যাতনের শিকার

রাজশাহীতে গত এক বছরে ৪৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে শিশু নির্যাতনের শিকার হয়েছে ১৪৯ জন। গতকাল সোমবার আইন ও সালিশ কেন্দ্র এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, এক বছরে রাজশাহীতে ২৯৯ জন নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫৭ জন স্বামীর ও ৮৪ জন স্বামীর স্বজনদের নির্যাতনের শিকার হন। স্বামীর হাতে নিহত হয়েছেন ১৪ জন। নির্যাতনের কারণে ১০ জন আত্মহত্যা এবং স্বামীর স্বজনদের হাতে মৃত্যু হয়েছে ৪ জনের। প্রতিবেদনে আরো বলা হয়, এক বছরে রাজশাহীতে অগ্নি প্রকল্পের মাধ্যমে ৬৬ মামলা হয়েছে। যেসব মামলায় ২৫৫ নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫৭ জন। আর স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন ৫৩ জন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব নির্যাতনের ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত