জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি হলে ফ্যাসিস্টরা লাভবান হবে
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ ব্যুরো
জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি হলে ফ্যাসিস্টরা লাভবান হবে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।
জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যাসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভূলুণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা। গতকাল সোমবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বাজারে কৃষক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা, পল্লি রেশনিং, কৃষি ভর্তুকি প্রদান, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু করা হবে।