ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মাদকের বিপরীতে সুস্থতা ধরে রাখতে পুনঃআসক্তি প্রতিরোধ করতে হবে

মাদকের বিপরীতে সুস্থতা ধরে রাখতে পুনঃআসক্তি প্রতিরোধ করতে হবে

বিশ্বব্যাপী মাদক নির্ভরশীলতা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও মাদক নির্ভরশীলতা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। মাদক নির্ভরশীলতা একটি জটিল ও পুনঃআসক্তিমূলক মস্তিষ্কের রোগ। যেহেতু মাদক নির্ভরশীলতা একটি ক্রমবর্ধমান, দীর্ঘস্থায়ী এবং মারাত্মক অবস্থা তাই মাদক থেকে সুস্থতা ধরে রাখতে পুনঃআসক্তি প্রতিরোধ করতে হবে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে পুনঃআসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা শীর্ষক পারিবারিক সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মনোচিকিৎসক ডা. মো. আখতারুজ্জামান সেলিম। তিনি তার উপস্থাপনায় মাদক নির্ভরশীলদের চিকিৎসা পদ্ধতি, ল্যাপ্স, রিল্যাপ্স, রিল্যাপ্স ফ্যাক্টর, রিল্যাপ্স প্রতিরোধের কৌশল এবং এক্ষেত্রে পরিবারের কার্যকারী ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এ সময় কেন্দ্রটির কাউন্সেলর ফাতেমা তাসরিন মিতু ও মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুন এবং সহকারী কেন্দ্র ব্যবস্থাপক রোজিনা খাতুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদক নির্ভরশীল ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার জন্য সেবা দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত