ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) চট্টগ্রাম এর উদ্যোগে গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় নাবিক আবাসিক এলাকাণ্ড২ এ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব শীতবস্ত্র বিতরণ করেন। বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আইএসপিআর সূত্রে জানা গেছে, গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের শীতের কষ্ট লাঘবে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এ সংঘের উদ্যোগে কাপ্তাই, পেকুয়া, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ ও সেন্টমার্টিন্স দ্বীপের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। ভবিষ্যতেও সংঘটনটির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত