ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তিন সদস্যের কমিটি গঠন

কমলাপুরে ডিসপ্লেতে হঠাৎ নীল ছবি বরখাস্ত সহজের কর্মচারী

কমলাপুরে ডিসপ্লেতে হঠাৎ নীল ছবি বরখাস্ত সহজের কর্মচারী

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। জানা যায়, ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা মাহফুজুর রহমান নয়ন নামে বেসরকারি সংস্থা সহজ ডট কমের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক কর্তৃক তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী বিষয়গুলো নিশ্চিত করেছেন তিনি বলেন, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ঢাকা), ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার (ঢাকা) এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ঢাকা)। জানা গেছে, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে ওঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত