ইংরেজি নববর্ষের আগের রাত থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ৩ শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন। আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রাতে বিভিন্ন জায়গা থেকে শিশু সহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। এদের মধ্যর এক শিশুকে ভর্তি দেয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডা. শাওন বিন রহমান এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দগ্ধরা হলো- সিফান মল্লিক (১২), তাফসির (৩) সেন্টু (৪৫) ও সম্রাট (২০)। তিনি আরো জানান, তাদের শরীরে ১ শতাংশের মত দগ্ধ হয়েছিল। চারজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে, বছরের শেষ দিনের রাতে রাজধানীর দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর মিরপুরে ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের আবর্জনায় ও ধানমন্ডির একটি দোকানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফানুস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান ফায়ার সার্ভিসের। গত মঙ্গলবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল-ফারুক। তিনি জানান, মিরপুরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। অন্য দিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাফি আল-ফারুক বলেন, ‘গতকাল বুধবার রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে মিরপুর-১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের আবর্জনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে।’ আল-ফারুক আরো বলেন, ‘অন্য দিকে রাত ১২টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফানুসের আগুন থেকে দোকানটিতে আগুন লাগে।’ পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকাণ্ডআতশবাজি ফোটানো আর ফানুস উড়িয়েছে নগরবাসী। রাত ১২টা বাজার আগেই আতশবাজি ও ফানুস উড়তে থাকে ঢাকার আকাশে। তাই প্রতিবছরের মতো এ বছরও আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে থার্টিফার্স্ট পালনের সময় তিনতলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী। নিহতের বাবা জানান, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনি’র বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।