ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রদল নেতাসহ ৪ জেলায় সড়কে নিহত ৯

ছাত্রদল নেতাসহ ৪ জেলায় সড়কে নিহত ৯

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ : রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাচঁজন। বিষয়টি জানিয়েছেন ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দিলে রাম দাস ও ইবাদুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অপরদিকে ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফিরছিলেন তারা। এ সময় তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এ সময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ফরিদপুর : যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।মাছভর্তি একটি ট্রাককে পেছন থেকে বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন ট্রাকচালক মো. নুর আলম। অপরজন হলেন বাসের হেলপার কাদের মিয়া। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান, ঘটনাটি ভাঙ্গার সীমান্তবর্তী এলাকায়। মাদারীপুর রিজিওনের শীবচর হাইওয়ে থানা পুলিশ বিষয়টি দেখছে। শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। নওগাঁ : মহাদেবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড আফতাব উদ্দীন। স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার খুন্তির মোড়ে রাস্তার পাশে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। এ সময় নজিপুর থেকে যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে আসছিল। পথিমধ্যে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পাশ কাটতে গেলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেলে চাপা পড়ে সুপার ভাইজার মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিক্যালে নেয়ার সময় তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওমি হাশমত আলী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুরে : কমলনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছে। বুধবার বিকেলে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় বজলুল হক মাঝির ছেলে নাহিদুল ইসলাম (১৯) ও জামাল পুরের রাশিদুজ্জামান (৬৫)।নিহত নাহিদ চর ফলকন ছাত্রদলের ইউনিয়ন সদস্য বলে জানা যায়। জানা যায়, নিহত নাহিদ গতকাল সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনে যোগ দেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামের এক পথচারীকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন এবং বৃদ্ধ রাশিদুজ্জামানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। বৃদ্ধ রাশিদুজ্জামান জামালপুর থেকে কমলনগরে মেয়ের বাড়িতে এসেছিলেন। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত