পৌষের মাঝামাঝিতে এসে ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। আজ দুপুর ১টা পর্যন্ত বা আরো কিছু সময় পর পর্যন্ত এই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের।
এ অবস্থায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। পূর্বাভাসে আরো জানানো হয়, এদিন সকাল ছয়টায় ঢাকায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। দুপুর পর্যন্ত পশ্চিমণ্ডউত্তর-পশ্চিম দিক থেকে ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে।
এদিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় রাজধানীর অনেক এলাকায় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে অনেক যানবাহনকে। অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ছিলেন শীতে জবুথবু। কুয়াশা ও শীতের তীব্রতা রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে।
আবহাওয়া অধিদপ্তরের ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ৭২ ঘণ্টার এক পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘন কুয়াশায় দিনে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।