ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত বুধবার সন্ধ্যায় দ্য ল’ চেম্বার মিলনায়তনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠান আয়োজন করেন The Lwa Chamber (TLC) পরিবারের সদস্যবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন The Lwa Chamber (TLC) স্বত্বাধিকারী অ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জি (বাপ্পা)। তিনি বলেন, ‘We are committed to our commitments’ এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে আইনাঙ্গনে দীর্ঘ ১৬ বছরের পথ চলা। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় The Lwa Chamber (TLC) এর লিগ্যাল সার্ভিসের ভুয়সী প্রশংসা করেন, পাশাপাশি উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক এসোসিয়েট বৃন্দ।