৯ এমএম পিস্তল ও .২২ বোরের গুলিসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডা থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিষ্টান জুয়েল (৩২)। গত বুধবার দিবাগত রাতে উত্তর বাড্ডার খানকা শরিফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার উত্তর বাড্ডার খানকা শরিফ রোডের একটি বাড়ির সামনে দুজন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্রে জানতে পারে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৯ এমএমণ্ডএর একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।