ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর কাকরাইল মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় আহত আরিফুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় কর্মরত ছিলেন। গত বুধবার দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড়ে বাসচাপায় আহত হন ওই পুলিশ সদস্য।

আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি। মৃত আরিফুলের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বাবার নাম খলিল মোল্লা। ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। গতকাল সে নবাবগঞ্জ থেকে ঢাকায় আসে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য। কাকরাইলে মঞ্জিল পরিবহন থেকে নামার সময় ওই বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। এরপর পথচারীরা তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত