ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গৃহবধূকে হত্যায় আটক এক

গৃহবধূকে হত্যায় আটক এক

নারায়ণগঞ্জের ফতুল্লায় লামিয়া আক্তার ফিজি (২১) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। তাদের দাবি গৃহবধূ ফিজিকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ জানালার গ্রীলের সাথে ঝুলিয়ে রেখে সবাই পালিয়ে যায়। খবর পেয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকার মনিরুল ইসলাম মনুর বাড়ির দুতলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত লামিয়া আক্তার ফিজি ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে। পুলিশ এ ঘটনায় তোফাজ্জল নামের একজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানাযাবে। নিহতের স্বামীসহ তার পরিকারের সকলেই আত্মগোপন করেছে। এ ঘটনায় তোফাজ্জল নামের একজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত