রংপুরে এয়ারগান, গাঁজা ও মেডিকেলের ওষুধ সামগ্রীসহ সেনাবাহিনীর হাতে আটক এক যুবক এবং জেলা ডিবি পুলিশের অভিযান মাদকসহ আটক করেছে একজনকে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে যুবকদের তার বাড়ি থেকে আটক করা হয়। আটক আল আমিন মেডিকেল পূর্ব গেটের নজরুল ইসলামের ছেলে। তাকে আটকের সময় একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা ও মেডিকেলের বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়। পরে আটক আল আমিনকে সেনাবাহিনী ধাপ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজেদুর আলম ফারুকী বলেন, সেনাবাহিনী আটক যুবক ও জব্দকৃত মালামাল হস্তান্তর করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে আইনগত পদক্ষেপ চলমান থাকবে। এদিকে রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় একজন অভিযুক্ত আটক। পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রংপুর জেলা ডিবি পুলিশের এসআই মো. আজিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ১০নং বালুয়া মাসিমপুর ইউপির চৌধুরী গোপালপুর গ্রামস্থ জনৈক প্রতুল রায় চৌধুরীর আলু খেতের ভিতর হতে গাঁজা সেবনরত অবস্থায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সাগোয়ান এলাকার একতার আলীর ছেলে মো. আসাদুল হককে (৪০) আটক পূর্বক আলামত জব্দপূর্বক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত ধৃত অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।