লুট হওয়া স্বর্ণালঙ্কারের ৩২ ভরি উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবরের একটি বাসার লকার ভেঙে লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তারা হলেন- মাহিন ও রেহান। গতকাল আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, আদাবরে ১৬ নম্বর রোডের একটি বাসায় গত শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণালংকার লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন। ওসি জাকারিয়া জানান, স্বর্ণালংকার লুটের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে চেষ্টা চলছে।