ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের নির্বাহী কমিটির সভা

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের নির্বাহী কমিটির সভা

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্য-নির্বাহী কমিটির (ইসি) ২৭তম সভা মিশন প্রধান কার্যালয়ে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান।

সভায় উপস্থিত ছিলেন ডামণ্ডসাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের নির্বাহী কমিটির সদস্যগণদের মধ্যে লে. কর্নেল মো: রুহুল আমীন (অব.), এহসানুল আজিজ, সালাউদ্দীন আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইমরান, সাংগঠনিক সম্পাদক মো: আতিক উল্লাহ সিদ্দীক এবং সাধারণ সম্পাদক ফিরোজ আলম। এ ছাড়াও ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো: মোখলেছুজ্জামান এবং সহ: প্রশাসনিক কর্মকর্তা মিস সাগিনা সাবরিন। সভায় আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের বিভিন্ন মানবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। সভাপতি মহোদয় দুস্থ অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত