যুবদল কর্মী শাওন হত্যা মামলা

ডিবির সাবেক এসআই কনক রিমান্ডে

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যার ঘটনার মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কনককে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আদালত দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি এই রিমান্ডে অনেক তথ্য পুলিশ উদ্ধার করতে পারবে। এর আগে গত ২ জানুয়ারি রাতে শাওন হত্যা মামলার ১৬নং এজাহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্ট ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।