ঢাবি ভিসি বাসভবনের সামনে ছাত্রীদের প্রতীকী অনশন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবর্ষ থেকে শতভাগ আবাসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। বেলা ১১টা থেকে অনশন কর্মসূচি শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত হন। ছাত্রীরা বলছেন, সীমাহীন আবাসন সংকটে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বেশ কয়েকবার দাবি এবং আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাধান আসেনি। এবার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানান। যদিও এরইমধ্যে নারী শিক্ষার্থীদের জন্য একটি হল করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন ) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি এটি দ্রুত কাজ শুরু হবে। আমরা ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের চেষ্টা করছি।