ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শোক সংবাদ

আলহাজ প্রফেসর আশরাফ আলী আর নেই

আলহাজ প্রফেসর আশরাফ আলী আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্জ প্রফেসর আশরাফ আলী গত রোববার ভোরে ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। প্রফেসর আশরাফ আলী ১৯৩৭ সালের ৪ ডিসেম্বর সাতক্ষীরার নলতা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের কৃতি ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজে সহযোগী অধ্যাপক, কুমিল্লা ক্যাডেট কলেজে উপাধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজে অধ্যক্ষ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে অধ্যক্ষ, হারম্যান মেইনার কলেজ, ঢাকার অধ্যক্ষ এবং সর্বশেষ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর আশরাফ আলী আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুফি সাধক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অনুরক্ত ও স্নেহভাজন ছিলেন। তিনি নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে আহ্ছানিয়া মিশন পরিবার গভীরভাবে শোকাহত। উল্লেখ্য, প্রয়াত আশরাফ আলী ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিনের চাচাতো ভাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত