র‌্যাব-১৩ এর দুটি পৃথক অভিযানে মাদকসহ আটক তিন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালানসহ দুইজন ও রংপুরের গঙ্গাচড়া থানায় ১৬৭ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দসহ একজন মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ঢাকা মোড়ের উত্তর পার্শ্বে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান পরিচালনা করে আটককৃতদের হেফাজতে থাকা টিনের তৈরি ট্রাংকের মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৮৬ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।