সবার আগে বেরোবির ছাত্র সংসদ নির্বাচন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন আয়োজন স্থগিত থাকবে। সবার আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। গত শনিবার রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। উপাচার্য আরো জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়েছে। উক্ত গঠনতন্ত্রের আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।