বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’ এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার ‘Maritime Domain Awareness -২০২৪’ গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার চট্টগ্রামে এরিয়া মাল্টিপারপাস হলে এবং খুলনায় নৌবাহিনী ঘুাটি বানৌজা তিতুমীর এ অনুষ্ঠিত হয়। সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সেমিনারদ্বয়ে যথাক্রমে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এবং খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।