ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শেকৃবির ক্যালেন্ডারে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি

শেকৃবির ক্যালেন্ডারে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৫ সালের ওয়াল ক্যালেন্ডার গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। ক্যালেন্ডারটি ডিজাইন করা হয় ২০২৪ সালে সংঘটিত রক্তাক্ত ‘জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে শেকৃবির বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের হাতে আঁকা গ্রাফিতির সমন্বয়ে। ক্যালেন্ডারটিতে দেখা যায়, মোট পাঁচটি গ্রাফিতির ছবি কোলাজ করে ক্যালেন্ডারের উপরের অংশে স্থান দেয়া হয়েছে। মাঝখানে বৃত্তে ঘেরা লাল-সবুজের উপর কালো কালিতে আঁকা হয়েছে ‘রক্ত দিয়ে পেয়েছি বাংলাদেশ’। ডানপাশে উপরের অংশে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লাল ও হলুদ কালিতে আঁকা হয়েছে ‘গণজোয়ার ২০২৪’। ঠিক এর নিচের ছবিতেই দেখা যায়, হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর সবুজ ও লাল কালিতে আঁকা হয়েছে ‘স্বাধীনতা ৩৬ জুলাই ২৪’। বামপাশে নিচের ছবিতে দেখা যায়, হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর লাল কালিতে আঁকা হয়েছে মুষ্টিবদ্ধ হাতে চারটি কালো শিকল। হাতটির বামপাশে কালো ও লাল কালিতে আঁকা হয়েছে ‘কারার ঐ লৌহ কপাট’ এবং ডানপাশে আঁকা হয়েছে ‘ভেঙে ফেল কররে লোপাট’। বামপাশে উপরের ছবিতে দেখা যায়, আকাশি রঙের র‌্যাকগ্রাউন্ডের উপরের অংশে আঁকা ‘গ্রাফিতিতে ফুটিয়ে তোলো তোমার বিপ্লব’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত