গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী সমাজ বিপ্লবী ছিলেন। তিনি শুধু রাষ্ট্রের স¦াধীনতা নয় মানুষের স্বাধীনতা চেয়েছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহর চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী আদ্যোপান্ত একজন বাংলাদেশি ছিলেন। তিনি ইচ্ছে করলে অনেক বড় সার্জন হতে পারতেন, বিত্তবান মানুষ হতে পারতেন কিন্তু তিনি তা না হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের জন্য যুদ্ধ করে গেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠানে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা করে গেছেন। মোট কথা প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে জনগণকে সম্পৃক্ত করেছেন।