রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার দুপুরে মিরপুরের লাভ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলো মো. নান্নু (৪১), মো. কাজী ফয়সাল (৩৫) ও মো. বশির মোল্লা (৪৪)। তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মিরপুরের লাভ রোডের মাথায় বট গাছের নিচে ছয়-সাত জন দুষ্কৃতকারী ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।