বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে তথ্য উপদেষ্টা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম গতকাল বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন করেছেন। তিনি ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল্ম ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেছেন। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান ও মুহাম্মদ আরিফ সাদেকসহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তথ্য উপদেষ্টা বলেছেন, ‘দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।