পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। এসময় কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় অবস্থান নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা হিসেবে শুধুমাত্র পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী-এই ছয়টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। তাছাড়া বাকি সব কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ কর্মবিরতি পালন করছে।