২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করার প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। গতকাল রোববার সকালে প্রথমে এনসিটিবির সামনে বিক্ষোভ পরে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এনসিটিবির কর্মকর্তারা বলেন, একদল শিক্ষার্থী সকালে ভবনের সামনে জড়ো হয়ে নবম শ্রেণির ব্যাকরণ বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করার প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে এনসিটিবির কর্তৃপক্ষের বাধার মুখে এগোতে না পেরে গেটের সামনেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল।