ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাও

কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাও

দেশের মোবাইল ফোনে এবং ইন্টারনেট সেবার ওপর নতুন করে সম্পূরক কর আরোপ করা সরকারের হঠকারী সিদ্ধান্ত। এটি ন্যায়বিচার ও জনকল্যাণের নীতির পরিপন্থি। যদি শিগগিরই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, তাহলে এনবিআর ঘেরাও করা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। বক্তারা আরো বলেন, সরকারের এই পদক্ষেপ জনগণের ইন্টারনেট সেবার ওপর নির্ভরতা বাড়ানোর পরিবর্তে তাদের সেবার বাইরে রাখার শামিল।

ইন্টারনেটের কর কমিয়ে জনগণকে সেবার আওতায় আনলে সরকার ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারত। এছাড়া, কর কমালে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ত। সরকার যদি জনগণের দাবিকে অগ্রাধিকার না দেয়, তবে এ সিদ্ধান্ত দেশের সামগ্রিক উন্নয়নকে পিছিয়ে দেবে এবং জনগণের জীবনযাত্রায় আরও বৈষম্য সৃষ্টি করবে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ও আইআইজির সভাপতি আমিনুল হাকিম বলেন, শতভাগ দেশীয় উদ্যোক্তার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া হয়। এই সেবা খাত ধ্বংস করার অপচেষ্টা আগেও করা হয়েছে, এখন আবার নতুন করে ১০ শতাংশ এসডি ও সঙ্গে ভ্যাট যুক্ত করায় গ্রাহকে ভোগান্তি যেমন বাড়বে একইভাবে এই সেবা খাত ধ্বংস হয়ে যাবে। আগামী সপ্তাহের মধ্যে যদি এই ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তাহলে আমরা গ্রাহক এবং সেবা খাতের সবাইকে নিয়ে এনবিআর কার্যালয় ঘেরাও করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত