প্রক্রিয়া শুরুর পর চার বছর পেরিয়ে গেলেও ঝুলে আছে নিয়োগ পরীক্ষার ফল। ফলে হতাশায় নিমজ্জিত হয়ে দিন পার করছেন ৬ শতাধিক ফলপ্রত্যাশী। ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) একাধিকবার স্মারকলিপি দিলেও কোনো সুরাহা হয়নি। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম গ্রেডভুক্ত ইনস্ট্রাক্টর (টেক) ও ওয়ার্কশপ সুপার পদের নিয়োগ কার্যক্রম শুরু হয় ২০২১ সালে। পরবর্তী সময়ে বিপিএসসি কর্তৃক ২০২৩ সালের ১৩ মে লিখিত পরীক্ষা হয়। এরপর ২০২৪ সালের ২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেয়া হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় ৭ মাস চলে গেলেও ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল না প্রকাশ করায় হতাশায় নিমজ্জিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
ভুক্তভোগী ফলপ্রত্যাশী মাসুদ জামান বলেন, প্রায় চার বছরেও নিয়োগ শেষ করতে পারেনি পিএসসি।