রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনপ্রিয় মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড হিজাবিয়ানার আউটলেট উদ্বোধন করা হয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানটির নিজস্ব শপে (লেভেল ৫, ব্লক এ, শপ ৫১-৫২) এক গ্রান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়। গ্রান্ড ওপেনিংয়ে ক্লায়েন্ট বাটারফ্লাই গ্রুপের চেয়ারপারসন মাসুমা জাহান, মডেস্ট ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার সানজিদা আলম, ব্র?্যান্ড প্রমোটার জাহান নিম্মি, ফ্যাশন ইনফ্লুয়েন্সার আয়েশা, পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, ‘হিজাবিয়ানা’র ফাউন্ডার মায়মুনা বিনতে রেজাসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘হিজাবিয়ানা’র ফাউন্ডার মায়মুনা বিনতে রেজা বলেন, সুনিপুণভাবে যত্নের সাথে দেশীয় কারিগরদের তৈরি ডিজাইনার বোরকার জন্য এখন কাস্টমারদের কাছে ভরসার আরেক নাম হিজাবিয়ানা।