ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে নেসকোর সভায় হট্টোগোল

রংপুরে নেসকোর সভায় হট্টোগোল

মুজিব বর্ষের লোগো ডিসপ্লেতে ভেসে আসায় রংপুরে নেসকোর মতবিনিময় সভায় চরম হট্টোগোল। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সরকারি অর্থায়নে রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো-এর আওতাধীন প্রিপেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেমেন্ট মিটার স্থাপনবিষয়ে এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মে¥লন কক্ষে আয়োজন করা হয়। প্রিপেইড মিটার স্থাপনে কড়া হুঁশিয়াশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিদ্যুৎ গ্রাহকরা। তদন্ত কমিটি গঠনে তৎপর নেসকোর নির্বাহীর আর জেলা প্রশাসক বলছেন দুর্নীতির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।

একদিকে জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি অন্য দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের সাথে নেসকোর মতবিনিময়। কিন্তু বিধিবাম আলোচনার শুরুতেই ডিসপ্লেতে ভেসে আসে মুজিব বর্ষের লোগো সম্মিলিত ছবি। শুরু হয় হট্টোগোল। পতিত আওয়ামী সরকারের আমলে নেয়া লুটপাটের এই প্রকল্প বন্ধ করার তীব্র প্রতিবাদ জানান মতবিনিময় সভায় আসা নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত