প্রকাশকবন্ধন
ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন বাতিলের দাবি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অমর একুশে বইমেলায় ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন (স্টল) বাতিল, স্টল ভাড়া কমানো ও বইক্রয়ের ঝঊউচ (এসইডিপি) প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রকাশক বন্ধন করেছে সম্মিলিত সৃজনশীল প্রকাশকরা। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘প্রকাশকবন্ধন’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন সানু। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মিজানুর রহমান সরদার, মো. মনিরুজ্জামান, শিহাব বাহাদুর, এসএম মহিউদ্দিন কলি, মোর্শেদ আলম হৃদয়, মশিউর রহমান ও বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান প্রমুখ। প্রকাশকরা পরে পদযাত্রা করে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় প্রকাশকদের দাবীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বইমেলা পরিচালনা কমিটির তিনজন সদস্য যথাক্রমে সাঈদ বারী, মো. গফুর হোসেন ও মো. জহির দীপ্তি।