পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

পণ্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নতুন আরোপিত বাড়তি ভ্যাট -ট্যাক্স প্রত্যাহার, প্রিপেইড মিটার বাতিল ও আর্মি-পুলিশের রেটে রেশনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরে বাসদের (মার্কসবাদী) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বুদুবাবুর মাঠ থেকে মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর সিটি বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্টির জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন পার্টির জেলা শাখার সদস্য আহসানুল আরেফিন তিতু, সাজু বাসফোর প্রমুখ। নেতারা বলেন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দেশবাসী আশা করেছিল তাদের জীবনে স্বস্তি ফিরে আসবে।