সড়ক অবরোধ করে পোষাক শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক ছাটাই, পাওনা আদায়, অসাদাচরনের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ফারিহা গ্রুপের সেনসিবল ফ্যাশন নামে একটি পোষাক কারখানার কয়েকশত শ্রমিক। গতকাল মঙ্গলবার সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত ফতুল্লার পুলিশ লাইনের গেইটের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরে মালিকপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে শ্রমিকদের সাথে কথা বললে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, মালিকপক্ষের লোকজন কথায় কথায় শ্রমিক ছাটাই করে। আর শ্রমিক ছাটাই করলেও শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বুজিয়ে দেয়া হয় না। বিনা কারণে শ্রমিকদের সাথে স্টাফরা খারাপ আচরণ করে।
এমনকি কারখানার ভিতরে ক্যানটিন না দিয়ে কাউকে নাস্তা খাওয়ার জন্য বাহিরে যাওয়ার সুযোগ দেয়া হয় না। এছাড়াও সকাল ৮টার এক মিনিট পর কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তায় যানজট থাকলেও দুপুরে ২টার এক মিনিট পর গেইটের সামনে হাজির হলেও ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। মালিকের কঠিক এবং মনগড়া নিয়ম বাতিল করতে হবে। তারা আরো জানান, কোন কারণ ছাড়া এবং শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় কোনো সিদ্ধান্ত না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়া হয়। এছাড়াও মালিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের নানা ভাবে হয়রানীসহ হুমকি দেয়া হয়। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।