ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। গতকাল বুধবার সকালে শহরটির বাতাসে দূষণ ভয়াবহ অবস্থায় ছিল। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পৃথিবীর ব্যস্ততম এই নগরী।

আইকিউএয়ারের তালিকাতে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকাতে শীর্ষে ২৬২ স্কোর নিয়ে রয়েছে মিসরের কায়রো। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৫৯। এছাড়া ২৩৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করেছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (৩২৪)। তালিকায় এর পরে ছিল যথাক্রমে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩০৬), সাভারের হেমায়েতপুর (৩০০), গুলশান লেক পার্ক (২৭৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৬৯), শান্তা ফোরান ২৬৭, কল্যাণপুর (২৫৪), গোঁড়ান (২৪০), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৪০)। এ সব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য-ঝুঁকি তৈরি করে। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্য-ঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত