সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরো ৯টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের তিনটি পৃথক আদালতে হাজির করা হলে বিচারকরা মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার রাতে তাকে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। এর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি’র আদালতে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের করা ৫টি মামলার শুনানি হয়।