ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমণ্ডএর সঙ্গে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সম্প্রতি পিএসসি গৃহীত নানা কার্যক্রম ও সংস্কার সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করেন চেয়ারম্যান। ব্রিটিশ হাইকমিশনার পিএসসির বিভিন্ন সংস্কার ও গতিশীলতার বিষয়ে উচ্চ প্রশংসা করেন। আগামী পাঁচ বছরে পিএসসির কী কী সংস্কার ও পরিবর্তন আনা হবে, সে বিষয়ে চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস পিএসসির রূপান্তর পরিকল্পনা ও কৌশলগত পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত