বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমণ্ডএর সঙ্গে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সম্প্রতি পিএসসি গৃহীত নানা কার্যক্রম ও সংস্কার সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করেন চেয়ারম্যান। ব্রিটিশ হাইকমিশনার পিএসসির বিভিন্ন সংস্কার ও গতিশীলতার বিষয়ে উচ্চ প্রশংসা করেন। আগামী পাঁচ বছরে পিএসসির কী কী সংস্কার ও পরিবর্তন আনা হবে, সে বিষয়ে চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস পিএসসির রূপান্তর পরিকল্পনা ও কৌশলগত পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন।