ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের ৩৫ বছর

মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের ৩৫ বছর

‘মানুষের জন্য আমরা মানুষকে স্পর্শ করতে চাই’- এই স্লোগানকে সামনে রেখে গত ১২ জানুয়ারি আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র’ পূর্ণ করলো তাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞের ৩৫ বছর। এই দিন সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারা উদযাপন করে তাদের ৩৫তম জয়ন্তী। ঢাকবাদ্য, প্রদীপ প্রজ্বালন, শুভেচ্ছাকথন ও কেককাটার মধ্য দিয়ে জয়ন্তীর শুভারম্ভ করেন অধ্যাপক কাজী মদিনা, স্বধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক আশরাফুল আলম, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেজীনা ওয়ালী লীনা। তারপর একে একে পরিবেশিত হয়- রঙ্গপিঠ শিশুদল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, শিল্পাঙ্গন ও স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের শিশুশিল্পীদের পরিবেশনায় দলীয় আবৃত্তি, সংগীতশিল্পী আবিদা রহমান সেতুর কণ্ঠে কবি জীবনানন্দ দাস, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা কবিতার গান, যা পাশাপাশি আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার। জয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন ছিল সন্তানের সঙ্গে বাবা-মার আবৃত্তি। মুক্তধারার পাঁচজন আবৃত্তি শিল্পী ড. সাহেদ মন্তাজ ও তার আত্মজ সাহিল, মু. সিদ্দিকুর রহমান পারভেজ ও তার আত্মজা নাজা, রিজওয়ানা আফরিন নীরা ও তার আত্মজা নুবাহ, তাহেরা আফরোজ তার আত্মজা সমারা, নাসরীন আক্তার রেখা ও তার আত্মজ আরাধ্য আবৃত্তি করেন।

এছাড়া জয়ন্তী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ঋতিকা আগরওয়ালা। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, রাশেদ হাসান, মজুমদার বিপ্লব, আজহারুল হক আজাদ, শিরিন ইসলাম, রুবিনা রূপা, মাহফুজ রিজভী, নুসরাত ইয়াসমিন রুম্পা, রেজওয়ানুল কবির সুমন ও ফারজানা রোজি। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উল্লেখযোগ্য প্রযোজনা শুদ্ধচিত্তে সুসংযত, মা যে জননী কান্দে, বিবর্ণ বিলাপ, পত্রকাব্য ও বালিকা আশ্রমের অংশবিশেষ পরিবেশনের মধ্য দিয়ে। প্রযোজনায় অংশগ্রহণ করেন কানিজ আফরোজ রিনা, আজরা জেবিন তুলি, জেবুন নেসা খানম জীবন, শাকিব শিকদার, নাসরীন আক্তার রেখা, তাহেরা আফরোজ, কাজী জান্নাতুন নেসা ইন্দিরা, রঞ্জু ইফতেখার, শ্রাবণী সরকার, জোবেদা নাসরীন, নাজনীন নাহার তন্বী ও মু. সিদ্দিকুর রহমান পারভেজ। জয়ন্তী সঞ্চালনায় ছিলেন মাহেনূর অঞ্জনা ও আবহ সংগীত পরিচালনা করেন ডালিম কুমার বড়ুয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত