ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ডিএনসিসির অভিযানে লাখ টাকা জরিমানা

ডিএনসিসির অভিযানে লাখ টাকা জরিমানা

সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন এ সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একযোগে ডিএনসিসির ১০ অঞ্চলে অভিযান শুরু হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে টানা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনদুর্ভোগ নিরসনে এই অভিযান চলমান থাকবে।

তিনি আরো জানান, অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত