ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. জিল্লুর মোল্লা (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের ২০০নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জিল্লুর মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সেলিম মিয়া জানান, গত ১২ ডিসেম্বর হাজতি জিল্লুর হঠাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। এরপর জরুরি বিভাগের চিকিৎসক ওই হাজতিকে ২০০নং ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালের দিকে মারা যান। নিহত জিল্লুর বাবার নাম মৃত মোসলেম মোল্লা। তার হাজতি নং ৬৫৮/২৪। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।