নিখোঁজের একদিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে শিশু সাফওয়ান সিকদারের (৫) লাশ রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সন্দেহভাজন ভাবে একই গ্রামের লোকমান চৌধুরী ছেলে রুমান নামে এক গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের।
শিশু সাফওয়ান ওই গ্রামের ইমরান সিকদারের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে দাদা বাড়ি বেড়াতে এসে গত বুধবার দুপুরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর দাদা বারেক শিকদার। গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহতের স্বজনরা আরো জানিয়েছেন, শিশু সাফওয়ানকে হত্যার পর লাশ গুম করার জন্য ডোবায় ফেলে দেয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা তাদের বিচার চাই। একটি গোয়েন্দা তথ্যমতে, গত বুধবার দুপুরে নিখোঁজের পর থেকে গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে যেকোন সময় শ্বাষরোধে হত্যার পর শিশুটিকে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আজাদ হোসেন জানান, লাশ ক্রাইমসিনের আওতাভুক্ত বিধায় ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহের পর ময়না তদন্তের বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, নিহত শিশুর লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওসি আরো জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।