ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

১৫ হাজার মাদ্রাসা শিক্ষক নিয়ে ঢাকায় সমাবেশের ঘোষণা

১৫ হাজার মাদ্রাসা শিক্ষক নিয়ে ঢাকায় সমাবেশের ঘোষণা

প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণার দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। ঐক্যজোটটি জানিয়েছে, এই সমাবেশে সারা দেশ থেকে অন্তত ১৫ হাজার শিক্ষক অংশ নেবেন। গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। তিনি বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি নিয়ম অনুসরণ করে ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালনে মানবেতর জীবন যাপন করছি। বিগত দিনের দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে দেশের সব শিক্ষক/শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে। সদস্য সচিব বলেন, ১৯৮৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ছিল ১৮ হাজার।

বর্তমানে রয়েছে ৮ হাজার ৯৫৬টি প্রতিষ্ঠান। এ সব প্রতিষ্ঠানে মোট ৫০ হাজার শিক্ষক রয়েছেন। এর মধ্যে ৪ হাজারের মতো শিক্ষক ৩৩০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। কিন্তু আমরা কিছুই পাই না। আমরা বারবার সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি। ফলে আমরা আন্দোলনে যাচ্ছি। আমাদের এই আন্দোলনে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ১০ থেকে ১৫ হাজার শিক্ষক উপস্থিত হবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত