৪৭তম বিসিএস, পরীক্ষা-২০২৪

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৫

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

৪৭তম বিসিএস, পরীক্ষা-২০২৪ এর অনলাইনে আবেদনপত্র (BPSC Form -১) জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ, রাত ১১.৫৯ মিনিটের পরিবর্তে ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পুনর্নির্ধারণ করা হয়েছে।

সে পরিপ্রেক্ষিতে, ৪৭তম বিসিএস. পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তির অনুচ্ছেদ-১.০ (বিশেষ নির্দেশনা) এর উপ অনুচ্ছেদ-১.৩ (অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা) নিম্নরূপে সংশোধিত হবে: ‘১.৩ অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোন প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস. পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ঐ পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন, তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।’ ২.০ প্রেস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।